নারীর প্রতি সহিংসতা ও প্রতিরোধ

নারীর বিরুদ্ধে সহিংসতা কী?

নারীর বিরুদ্ধে সহিংসতা হচ্ছে, যেকোনো ধরনের জেন্ডার ভিত্তিক সহিংস আচরণ যা কোনো নারীর শারিরীক, মানসিক এবং যৌন হয়রানি বা ভোগান্তির কারণ হয় বা কারণ হবার সম্ভাবনা তৈরি করে।

নারীর প্রতি সহিংসতার কারণ

• মূল্যবোধের অবক্ষয় ও প্রথা
• মাদকের ব্যবহার
• আইনের সঠিক প্রয়োগের অভাব
• যৌতুক
• বিবাহ বহির্ভুত সম্পর্ক
• সম্পত্তি নিয়ে বিরোধ, ইত্যাদি

সহিংসতার ধরণ

• পারিবারিক সহিংসতা
• স্বামী কতৃক নির্যাতন
• বাল্যবিবাহ,বহুবিবাহ, প্রতারণামূলক বিবাহ
• যৌতুকের জন্য নিধাতন
• নারী পাচার ও অপহরণ
• জোরপূর্বক যৌন ব্যবসায় বাধ্য করা বা যেকোনো ধরণের যৌন হয়রানি
• ইভটিজিং
• ধর্ষণ বা ধধণের চেষ্টা করা এবং ধর্ষণের পর হত্যা করা
• এসিড আক্রমন

নারীর ওপর জেন্ডার ভিত্তিক সহিংসতার প্রভাব

• আত্মহত্যার চেষ্টা করে বা আত্মহত্যা করে
• অনেক সময় মানসিক ভারসাম্য হারায়
• নিজেকে গুটিয়ে রাখে
• নিরাপতাহীনতা এবং হীনমন্যতায় ভোগে (সব কিছুর জন্য নিজেকে দোষী ভাবে)
• লেখাপড়ায় মনোযোগের অভাব দেখা দেয়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়

• নারী অধিকার বিষয়ে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা তৈরি করা
• নারী অধিকার আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা

 

হট লাইন নাম্বার:

সহিংসতার শিকার নারীগণ আহি সহায়তা এবং নিরাপত্তার জন্য নিম্নের টোল ফি নম্বরে যোগাযোগ করুন:

+ ৯৯৯ (জাতীয় জরুরি সেবা নাম্বার)
১০৯ (নোরী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের সেবা নাম্বার)
১০৯২১ (নারী নিাতন প্রতিরোধে জরুরি সেবা নাম্বার)