গর্ভবতীর পুষ্টি

গর্ভাবস্থায় মায়ের পুষ্টি চাহিদা পূরণ এবং গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধির জন্য যে বাড়তি পুষ্টির প্রয়োজন হয় এই বাড়তি পুষ্টি পূরণে মাকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হয় যার মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, ঘন ডাল, গাঢ়-রঙিন ও সবুজ শাকসবজি এবং মৌসুমী দেশীয় ফল ইত্যাদি উল্লেখ যোগ্য । কিন্তু অনেক সময় গর্ভবতী মায়েদের পক্ষে পর্যাপ্ত পরিমাণে এসব খাবার গ্রহণ করা সম্ভব হয় না, ফলে গর্ভবতী মায়ের শরীরে বিভিন্ন প্রকার ভিটামিন ও মিনারেল এর ঘাটতি দেখা দেয়। যার কারণে মায়ের স্বাস্থ্য, গর্ভস্থ শিশু এবং পরবর্তীতে নবজাতকের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এবং ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্টিন্যাটাল প্রিপারেশন (UNIMMAP) ফরমুলায় তৈরি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ট্যাবলটে (যেমন এসএমসি'র 'ফুলকয়োর') গর্ভবতী মায়েদের প্রতিদিনের প্রয়োজনীয় বাড়তি পুষ্টি (ভিটামিন ও মিনারেল) এর চাহিদা পূরণ করে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থা নিশ্চিত হবার পর থেকে প্রসবের আগ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন প্রকার ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবারের পাশাপাশি ট্যাবলেট বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বা এ জাতিয় ট্যাবলেট সেবন করতে হবে। গর্ভাবস্থায় মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস গ্রহণ করলে:


• কম ওজন সম্পন্ন শিশু প্রসবের ঝুঁকি কমে
• অপরিণত শিশু এবং অকাল প্রসবের ঝুঁকি কমে
• নবজাতকের মৃত্যুঝুঁকি কমে
• ফুলকেয়ার সুস্থ শিশুর জন্ম ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে

(সূত্র: এন্টিনেটাল কেয়ার গাইডলাইন, ডব্লিউএইচও ২০২০) 

 

চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী UNIMMAP ফরমুলায় তৈরি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ট্যাবলেট এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।