বিয়ে কি
বিয়ে হল একটি সামাজিক ও ধর্মীয় বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিয়ে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন নারী ও পুরুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।
বাংলাদেশে বিয়ের আইন
১৮ বছর বয়স পর্যন্ত শিশুকাল । তাই ১৮ বছর বয়সের আগে বিয়ে হলে তাকে শিশু বিবাহ বলে বা বাল্য বিবাহ বলে। বাংলাদেশের বিয়ের আইনে পুরুষদের জন্য ২১ এবং নারীদের জন্য ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, উভয়ের মধ্যে যে কোন একজনের বয়স এর নীচে হলে তা আইন বিরুদ্ধ হবে। মধ্যে যেকোন একজনের যদি ১৮ বছরের আগে বিয়ে হয় তাহলে তাকে বাল্য বিয়ে বলা হয়ে থাকে।
বাংলাদেশের আইনে বাল্য বিয়ের জন্য নিম্নোক্ত শাস্তির বিধান রয়েছে:
বাল্য বিবাহকারীর শাস্তি: একুশ বা তদুর্ধ্ব বয়সের অধিক বয়স্ক কোন পুরুষ বা আঠার বা তদুর্ধ্ব বয়সের অধিক বয়স্ক কোন নারী কোন অপরিণত বয়স্ক ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের চুক্তি করলে সেই ব্যক্তি দুই বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থ বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
বাল্য বিবাহ অনুষ্ঠান বা পরিচালনাকারীর শাস্তি: কোন ব্যক্তি বাল্য বিয়ে অনুষ্ঠান বা পরিচালনা করলে সেই ব্যক্তি দুই বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হবেন, যদি না তিনি প্রমাণ করতে পারেন যে, বিয়েটি বাল্যবিবাহ ছিল না বলে বিশ্বাস করার মত যথেষ্ট যুক্তি ছিল।
বাল্যবিবাহ অনুষ্ঠানের সাথে সম্পর্কিত পিতামাতা বা অভিভাবকের শাস্তি: বাল্য বিয়ের সাথে জড়িত পিতামাতা বা অভিভাবকেরা যদি বিয়ের অনুমতি প্রদান করেন অথবা বিয়ে বন্ধ করার জন্য ব্যর্থ হন তাহলে দুই বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হবেন। তবে কোন মহিলা দোষী সাব্যস্ত হলে তাকে কারাদন্ড প্রদান করা যাবে না।
বাল্য বিয়ের ক্ষতিকারক দিক: