ডায়রিয়া প্রতিরোধ ও প্রতিকার

ডায়রিয়া কি?

সাধারণভাবে ২৪ ঘন্টার মধ্যে তিন বা তারও বেশিবার (ঘনঘন) পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে। অন্য কথায় পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলা যেতে পারে।

 

ডায়রিয়া প্রতিরোধ ও প্রতিকার:

ডায়রিয়ার ফলে শরীর থেকে যতটুকু পানি ও লবণ বেরিয়ে যায় ঠিক ততটুকু পানি ও লবণ যদি সময়মত পূরণ করা হয় তাহলে ডায়রিয়াজনিত পানিস্বল্পতার কারণে অসুস্থতা ও মৃত্যু ঘটার সম্ভাবনা কমে যায় । ডায়রিয়া জনিত পানি ও লবণের স্বল্পতা দুই ভাবে পূরণ করা যায়।

• শিরায় স্যালাইন দিয়ে এবং
• মুখে খাওয়ার স্যালাইন খাইয়ে। [খাওয়ার স্যালাইনকে ওরালস্যালাইন (Oral Saline) বলা হয়)

ডায়রিয়া নিয়ন্ত্রণ এবং ডায়রিয়া জনিত মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে ওরাল স্যালাইন অত্যন্ত কার্যকরী। এ সময় শরীর থেকে যেসব অপরিহার্য উপাদান (লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ও গ্লুকোজ ) বেরিয়ে যায় তার সবকটিই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফরমুলায় তৈরি ওরাল স্যালাইন এ আছে।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা (WHO) কর্তৃক অনুমোদিত ওরালস্যালাইনের (যেমন এসএমসি'র ওরস্যালাইন-এন) ফর্মূলা:

উপাদান  পরিমাণ  কি কাজ করে
সোডিয়াম ক্লোরাইড ১.৩০ গ্রাম শরীরে লবণের ঘাটতি পূরণ করে। 
পটাশিয়াম ক্লোরাইড ০.৭৫ গ্রাম শরীরে শক্তি যোগায়
ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাই হাইড্রেট ১.৪৫ গ্রাম বমি বমি ভাব দুর করে
গ্লুকোজ এনহাইড্রাস ৬.৭৫ গ্রাম ক্ষুদ্রান্ত্র থেকে লবণ ও পানি শোষণে সহায়তা করে


ওরস্যালাইন-এন এর বিশেষত্ব হলো,

• পূর্বের তুলনায় ডায়রিয়ার মেয়াদ কমায় প্রায় ২২ ভাগ
• পূর্বের তুলনায় বমি কমায় প্রায় ৩০ ভাগ
• পূর্বের তুলনায় শিরায় স্যালাইনের প্রয়োজনীয়তা কমায় প্রায় ৩৩ ভাগ।

 

ডায়রিয়া প্রতিরোধে ও নিরাময়ে জিংক:

ডায়রিয়ার সময় শরীর থেকে পানি ও লবণের সাথে প্রচুর পরিমাণে জিংক বের হয়ে যায়। জিংক এক ধরনের মিনারেল যা আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয়। এটি শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য সহায়ক। শিশুদের ক্ষেত্রে, ডায়রিয়া শুরুর প্রথম দিন থেকে খাওয়ার স্যালাইনের পাশাপাশি জিংক (ট্যাবলেট/ সিরাপ) খাওয়াতে হবে।

 

ডায়রিয়ার চিকিৎসায় খাবার স্যালাইনের পাশাপাশি জিংক ব্যবহারের উপকারিতা:

• ডায়রিয়ার স্থায়িত্ব ও তীব্রতা কমে যায়
• ভবিষ্যতে বার বার ডায়রিয়া হওয়ার ঝুঁকি কমে যায়
• রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়
• অল্পদিনেই শিশু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে

 

বিঃ দ্রঃ খাবার স্যালাইন খাওয়ানোর ১ ঘন্টা পর জিংক খেতে দিন। নিয়ম মেনে ১০ দিনে ১০টি জিংক ট্যাবলেট খাওয়ালে শিশুর ভবিষ্যতে ডায়রিয়া হওয়ার ঝুঁকি কমে যায়। তাই ১০ দিনের আগে ডায়রিয়া সেরে গেলেও জিংক-এর ১০টি ট্যাবলেটের ডোজ অবশ্যই সম্পূর্ণ করতে হবে।