এইচ আই ভি এইডস

এইচ আই ভি এবং এইডস কি

যে জীবাণুর মাধামে এইডস হয় তাকে এইচ আই ভি বলা হয়। এইচ আই ভি (HIV) হলো, হিউম্যান ইমুনো ডিফিসিএনসি ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

এইডস (AIDS) কি?

এইডস হচ্ছে ভাইরাস দ্বারা সংক্রমিত একটি মারাত্নক যৌনবাহিত সংক্রমক রোগ । এ রোগ কতগুলো উপসর্গ ও লক্ষণের সমষ্টি । এইডস্ ইংরেজী চারটি শব্দের সমন্বয়। এর পূর্ণরূপ হচ্ছে- একোয়ারড ইমুনো ডিফিসিএনসি সিনড্রোম এখানে -

একোয়ারড (A)…

আরও...

এইচ আই ভি ও এইডস প্রতিরোধ

এইডস প্রতিরোধ

  • নিরাপদ যৌন অভ্যাস তৈরি করা
  • এইডস জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনে বিরত থাকা
  • জীবাণুমুক্ত সিরিঞ্জ ও সূচ ব্যবহার করা
  • রক্ত গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা
  • ধর্মীয় অনুশাসনে জীবনযাপন করা
  • বহুগামিতা পরিহার করা
  • প্রতিবার যৌন মিলনের সময় কনডম ব্যবহার করার মাধ্যমে এইডস থেকে দূরে থাকা যায়

মনে রাখতে হবে - এইডসের যেহেতু কোনো চিকিৎসা নেই তাই এর প্রতিরোধই হচ্ছে সর্বোত্তম প্রতিকার । অতত্রব, নিরাপদ যৌন…

আরও...

এইচ আই ভি কীভাবে ছড়ায় এবং কীভাবে ছড়ায় না

এইচ আই ভি কীভাবে ছড়ায়

      • অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে
      • সংক্রমিত রক্ত, রক্তজাত সামগ্রী, সংক্রমিত সুচ এবং সিরিঞ্জের মাধ্যমে
      • সংক্রমিত মা থেকে গর্ভস্থ শিশুর দেহে।

এইডস কীভাবে ছড়ায় না

দৈনন্দিন কাজের মধ্যে এইডস ছড়ায় না ।

  • করমর্দন
  • একসঙ্গে বসবাস করলে
  • একসঙ্গে খেলাধূলা করলে
  • একসঙ্গে খাওয়া দাওয়া এবং ঘুমালে
  • মশা ও কীট-পতঙ্গের কামড় অথবা খাবার পানির মাধ্যমে

এইডস রোগের…

আরও...