প্রজনন স্বাস্থ্যের পরিধি

প্রজনন স্বাস্থ্যর সংজ্ঞা অনুযায়ী ‘প্রজনন স্বাস্থ্যসবো হচ্ছে প্রজনন স্বাস্থ্য সর্ম্পকতি সমস্যাগুলোকে প্রতিরোধ,সমাধান করার জন্য কিছু পদ্ধতি, কৌশল ও সেবাসমূহের সমাহার যা প্রজনন স্বাস্থ্য ও কল্যাণের জন্য সহায়ক’। এ সেবার আওতায় যৌন স্বাস্থ্যও অর্ন্তভুক্ত। যার উদ্দেশ্য শুধুমাত্র প্রজনন এবং যৌনবাহিত রোগসমূহের পরার্মশ দান ও সেবাই নয়, মানবজীবন এবং ব্যক্তিগত সর্ম্পকের উন্নয়নও।

 

প্রজনন স্বাস্থ্যসবোর প্রয়োজনীয়তা কখন থেকে  শুরু হয়
> জন্মের পরপরই
> শিশু বয়সে বিশেষ যত্ন নিতে হয়
> এই সেবা বয়:সন্ধিকালে বাড়াতে হয়
> প্রজননক্ষম বয়সে এই সেবার গুরুত্ব অপরিসীম
> পরবর্তী জীবনেও এই সেবার গুরুত্ব অনেক