বয়ঃসন্ধিকাল

একটি শিশু জন্মের পর ধীরে ধীরে বড় হয় । শৈশব পার করে কৈশোরে, তারপর যৌবনে পৌঁছায়, এরপর একসময় বৃদ্ধ হয়ে যায় । এই হচ্ছে একটি মানুষের জীবন চক্র । শিশুকাল আর যৌবনের মাঝামাঝি সময়কে কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলা হয়।
WHOএর সংজ্ঞা  অনুসারে ১০-১৯ বছর বয়স পর্যন্তকে বয়ঃসন্ধিকাল বলে। আমাদের দেশে বয়ঃসন্ধিকালে ছেলেদের কিশোর ও মেয়েদের কিশোরী বলা হয় । এ সময় শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশই খুব দ্রুত হয়ে থাকে । এই সময়ে  ছেলেমেয়েদের প্রজনন অঙ্গ সমূহের বিকাশ গঠে এবং একজন প্রজননক্ষম হয়।  তাই বয়ঃসন্ধিকাল মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় । এই বয়সেই আগামী জীবনের ভিত রচিত হয় । তাই এ বয়সে  প্রজননস্বাস্থ্য, এর পরিচর্যা এবং জীবন সম্পর্কে সঠিক তথ্য জানা খুবই  দরকার। কারণ  সঠিক তথ্যই সঠিক দিক নির্দেশনা দেয় যা, জীবনকে সঠিক পথে পরিচালিত করে ।