গর্ভকালীন সেবা/যত্ন

একটি সুস্থ বাচ্চা জন্ম দেয়ার জন্য গর্ভবতী মহিলার অনেক ধরনের সেবা প্রয়োজন। গর্ভবতী হওয়ার ৩ মাসের মধ্যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর কাছে যেতে হবে। এ সময়ে প্রায় প্রতি মাসেই ডাক্তারের বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হয়। ৫ থেকে ৮ মাসের মধ্যে ২টি টিটি টিকা নিতে হয়। এ সময় বেশি পরিমাণে পুষ্টিকর খাবার ও প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। গর্ভকালীন সময় ভারি কোনো কাজ করা যাবে না। এ সময় হাসিখুশি থাকতে হবে এবং দিনে ১ থেকে ২ ঘন্টা বিশ্রাম ও রাতে অন্তত ৮ ঘন্টা ঘুমাতে হবে। যেকোনো স্বাস্থ্যকেন্দ্রে বা ক্লিনিকে ডেলিভারি করানো নিরাপদ। যদি তা সম্ভব না হয় তবে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী দ্বারা ডেলিভারি করাতে হবে। তবে গর্ভকালীন সময়ে কোনো ধরনের জটিলতা দেখা দিলে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া ছাড়াও কিছু কিছু যত্ন ও সেবা আছে যা মা এবং তার পরিবারের সবাই মিলে নিশ্চিত করবেন
বাচ্চা পেটে থাকা অবস্থায় নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে বা ক্লিনিকে গিয়ে বাচ্চা পরীক্ষা করা উচিত এবং ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খাওয়া উচিত। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেলে বাচ্চা নষ্ট হবার ভয় থাকে না।
বাচ্চা পেটে আসা ও বাচ্চা হওয়া একটি মেয়ের জীবনে স্বাভাবিক ঘটনা। বাচ্চা পেটে আসার পর যদি অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, চিকিৎসকের পরামর্শ মতো চলা যায় এবং প্রশিক্ষিত ও অভিজ্ঞ সেবাদানকারী দ্বারা ডেলিভারি করানো হয় তাহলে মায়ের সাধারণত কোনো ভয় থাকে না।
সন্তান প্রসবের সময় স্বাস্থ্যকেন্দ্রে বা ক্লিনিকে যাওয়াই নিরাপদ। সন্তান জন্মদান একজন মায়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। সন্তান জন্মদানের সময় অনেক রকম সমস্যা হতে পারে। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, নার্স, প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি সব পাওয়া যায়। তাই প্রয়োজনে যেকোনো জরুরি অবস্থা সামলানো যায়। কিন্তু বাসায় এসব ব্যবস্থা থাকে না। যদি একান্তই বাসায় ডেলিভারি করাতে হয়, তবে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর দ্বারা ডেলিভারি করানো উচিত এবং সব ধরনের জটিলতা মোকাবিলা করার জন্য যথাযথ বন্দোবস্ত রাখা উচিত। যেমন- জরুরি প্রয়োজনের জন্য কিছু টাকা-পয়সা হাতে রাখা। এ ছাড়াও তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর জন্য কোনো গাড়ি বা পরিবহনের ব্যবস্থা রাখা এবং রক্তের গ্রুপ পরীক্ষা করে লোক ঠিক করে রাখা উচিত।
সন্তান ডেলিভারির কিছুক্ষণ পরেই আপনাআপনি ফুল পড়ে যায়। আর যদি না পড়ে তবে সাথে সাথে কাছের স্বাস্থ্যকেন্দ্রে বা ক্লিনিকে যেতে হবে।
বাচ্চা পেটে আসার পর থেকে বাচ্চা জন্ম নেয়ার ৪২ দিন পর্যন্ত মেয়েদের কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে। এ সমস্যাগুলো খুবই বিপদজনক, তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে মা ও শিশু দু’জনের জীবনই বিপণ্ন হতে পারে। তাই ছবির যেকোনো একটি সমস্যা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব কাছের হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে বা ক্লিনিকে নিয়ে যেতে হবে।