প্রসব পরবর্তী যত্ন

প্রসব পরবর্তী সেবা

প্রসবের পর মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, উপযুক্ত উপদেশ এবং ব্যবস্থাপনা দেয়াকে প্রসব পরবর্তী সেবা বলে। প্রসবের পরে একজন প্রসূতি মায়ের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে। কারণ, প্রসবের পর মায়ের জরায়ু ও অন্যান্য প্রজনন অঙ্গ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাধারণত ৬ সপ্তাহ সময় লাগে। এই সময়কালকে পিউরপেরিয়াম (Pureperium) বলে। পিউরপেরিয়াম সময়ে মায়ের প্রসবোত্তর স্বাস্থ্যসেবা দেয়া প্রয়োজন।

  • প্রসূতিকালীন সময়ের সংক্রমণ প্রতিরোধ করা।
  • মায়ের সুস্থ স্বাস্থ্য বজায় রাখা।
  • শিশু মায়ের স্তন্যপান করছে কি না তা পরীক্ষা করা।
  • পরিবার পরিকল্পনার উপদেশ দেয়া।
  • মা ও পরিবারকে শিশুর যত্নের উপদেশ দেয়া।
  • শিশুকে টিকাদানের পরামর্শ দেয়া।
  • প্রসব পরবর্তী সেবার সময়সূচি।

প্রসব পরবর্তী সময়ের বিপদ চিহ্ন

  • জ্বর
  • উচ্চ রক্তচাপ
  • বুকে ব্যথা ও শ্বাস কষ্ট
  • যোনিপথে পেসাব পায়খানা আসা
  • পেটে ব্যথা
  • দুর্গন্ধ যুক্ত স্রাব।
  • যোনিপথে কিছু নেমে আসা।

এর যে কোন একটি দেখা দিলেই দেরী না করে মাকে দ্রুত হাসপাতাল বা ক্লিনিকে নিতে হবে।